নানা আয়োজনে গোলাম সারওয়ারের জন্মদিন উদযাপন

গোলাম সারওয়ার- ফাইল ছবি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ১১:১০ | আপডেট: ০১ এপ্রিল ২০২২ | ১১:১০
দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম কারিগর, সাংবাদিকতার শিক্ষক, সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের ৮০তম জন্মদিন উদযাপিত হয়েছে। শুক্রবার এর অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ায় পরিবারের পক্ষ থেকে সকালে স্থানীয় এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর বানারীপাড়া বন্দরের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদের আয়োজন করা হয়।
মিলাদ শেষে দোয়া মোনাজাতে পরিবারের পক্ষে অংশগ্রহণ করেন মরহুম গোলাম সারওয়ারের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভগ্নিপতি ফজলুল হক, ভাতিজা গোলাম কিবরিয়া সৈকত, মহসীন আকন নান্টু, সমকাল প্রতিনিধি নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে স্বরূপকাঠিতেও মরহুম গোলাম সারওয়ারের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মসজিদ বাড়ি জামে মসজিদে মিলাদ শেষে এই দোয়া মাহফিল হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম নাঈম।
- বিষয় :
- গোলাম সারওয়ার
- জন্মদিন
- বরিশাল
- বানারীপাড়া