ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পূর্বশত্রুতার ‘বলি’ হলো ৪ বিঘা জমির লাউ

পূর্বশত্রুতার ‘বলি’ হলো ৪ বিঘা জমির লাউ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২ | ১০:২৮ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ | ১০:২৮

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৪ বিঘা জমির লাউ ও লাউ গাছের গোড়া কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার ভোরে উপজেলার ধীরগঞ্জ ইউনিয়নের নারগুন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষকের নাম বিপ্লব।

ভুক্তভোগী কৃষক বিপ্লব বলেন, আমি একজন ক্ষুদ্র কৃষক। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। প্রতিবেশীদের কাছ থেকে চার বিঘা জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেছিলাম। প্রতিদিনের মতো সকালে গাছ থেকে লাউ সংগ্রহ গেলে দেখি পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বদিউজ্জামান তার লোকজন নিয়ে ধারালো অস্ত্র নিয়ে আমার জমির লাউ গাছ ও লাউ কর্তন করছে।

তিনি আরও বলেন, আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে অস্ত্র নিয়ে ধাওয়া করে। আমার বর্গাকৃত ৪ বিঘা জমির সমস্ত লাউ কর্তন করে দিয়েছে তারা। এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছি।

অভিযুক্ত বদিউজ্জামান বলেন, বিপ্লবের সাথে আমার ঝগড়া আছে। তবে আমি বা আমার লোকজন তার কোন ক্ষতি করিনি। লাউ গাছ কাঁটার বিষয়ে কিছু জানিনা।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×