ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিল গ্রামবাসী

ফরিদপুরে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিল গ্রামবাসী

স্কুল মাঠে পুলিশের কাছে অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ১০:১৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ১০:১৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংঘর্ষ বন্ধ করতে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী। সোমবার দুপুরে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোয়ালবাড়ি ও চরদ্বৈতকাঠি গ্রামের দুই গ্রুপ এ অস্ত্র জমা দেন। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, রোববার বিকেল ৪ টার দিকে উপজেলার গোয়ালবাড়ি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনের কাছে ঢাল-সুড়কি জমা দেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোয়ালবাড়ি গ্রামের মোস্তফা জামান সিদ্দিকী এবং একই ইউনিয়নের আরিফুর রহমান।

অনুষ্ঠানে ওসিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×