ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত: সিপিবি

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৮:৩১ | আপডেট: ০৭ মে ২০২২ | ১১:৪৪
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী সিদ্ধান্ত বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার নেতারা। শনিবার নগরের সিনেমা প্যালেস চত্বরে জেলা সিপিবির উদ্যোগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তারা।
তেল নিয়ে কারসাজি, সিন্ডিকেট, মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে রেশন ব্যবস্থা ও পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালু, রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের মজুত গড়ে তোলার দাবি জানানো হয়।
সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে ও রবিউল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সদস্য দিলীপ নাথ, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড থানার সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা প্রীতম দাশ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি এ্যানি সেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ সংকটে আছে। মানুষের নূ্যনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তাও নাগালের বাইরে চলে গেছে। দুর্নীতি, লুটপাট, ঋণখেলাপিদের দৌরাত্ম্য, টাকা পাচার আর মেগা প্রজেক্ট দেশকে সংকটের দিকে নিয়ে যাবে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম বেগবান করতে হবে। মানবমুক্তির জন্য চলমান দুঃশাসনের অবসান ঘটাতে হবে।