ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

আটক চার ডাকাত- সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২২ | ০৭:২১ | আপডেট: ০৯ মে ২০২২ | ১০:২১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঢালার রাস্তায় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

আটক চারজন হলেন- হোয়াইক্যংয়ের ইউনিয়নের আবু বকর, সিরাজুল, মোস্তফা ,আরমান (২০),  মুক্তার আহাম্মদ (২৬)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদে জানতে পেয়ে উপজেলার হোয়াইক্যং ঢালার রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাফিজুর রহমান আরও বলেন,তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাজাসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

×