ইউপি চেয়ারম্যানকে চড় মেরে প্যানেল মেয়র গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক রাজা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২২ | ০৮:৪৬ | আপডেট: ২৫ মে ২০২২ | ০৮:৫৪
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল জলিলকে চড় মারার অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার মাসিক সমন্বয় সভায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন। পরে প্যানেল মেয়র রাজার মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মী ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমন্বয় সভা শেষে দুপুরে খাবার বিরতির সময় প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সঙ্গে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিলের তর্ক বাধে। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইকবাল হোসেনসহ অন্যদের সামনেই চেয়ারম্যানের গালে চড় মারেন প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক। এ নিয়ে সভায় হট্টগোল হয়। পরে উপস্থিত লোকজনের অনুরোধে আব্দুর রাজ্জাক রাজা দুঃখ প্রকাশ করেন। ওই সময় আব্দুল জলিল পাল্টা প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে চড় মারেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন থানায় খবর দেন। পুলিশ এসে আব্দুর রাজ্জাক রাজাকে তাদের হেফাজতে নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন বলেন, জনপ্রতিনিধির এমন আচরণ দুঃখজনক। আইনগতভাবে বিষয়টি ফয়সালা হওয়াই উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, মাসিক সমন্বয় সভায় তাকে চড় মেরেছেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। এটা মেনে নেওয়া যায় না।
পুলিশ হেফাজতে থাকা পৌর প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা বলেন, সরকারের উন্নয়ন নিয়ে বাজে মন্তব্য করায় চেয়ারম্যানকে সর্তক করা হয়। এতে তিনি উত্তেজিত হয়ে অপমানজনক কথা বলেন। প্রতিবাদ করায় উল্টো তিনি আমাকে চড় মারেন।
এদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবলীগের নেতাকর্মী ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় লোকজন শহরে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা আব্দুর রাজ্জাক রাজার মুক্তি দাবি করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ঘটনাস্থল থেকে প্যানেল মেয়র আব্দুল রাজ্জাক রাজাকে থানা হেফাজতে আনা হয়েছে। পৌর প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।