ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মাসুদের দাবি ধর্ষণ করেননি, এএসআই মিরান তাকে ফাঁসিয়েছেন

মাসুদের দাবি ধর্ষণ করেননি, এএসআই মিরান তাকে ফাঁসিয়েছেন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পিবিআই ইন্সপেক্টর মাসুদ - সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২২ | ০৮:০১ | আপডেট: ৩০ মে ২০২২ | ০৮:১৬

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদ দাবি করেছেন, ওই কলেজছাত্রীকে তিনি ধর্ষণ করেননি। খুলনা সদর থানার এএসআই মো. মিরান শেখ ওই ছাত্রীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছেন। মিরানের কাছে তিনি ১৬ লাখ টাকা পাবেন, সেই টাকা না দিতেই মিরান এ ষড়যন্ত্র করেছেন।

সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পিবিআই ইন্সপেক্টর মাসুদ। তিনি জানান, গত ২৬ মে উচ্চ আদালত থেকে তিনি জামিন নিয়েছেন। দুই সপ্তাহের মধ্যে তাকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সংবাদ সম্মেলনে মাসুদ দাবি করেন, এক কলেজছাত্রী গত ১০ মে তাকে মোবাইল ফোনে জানান যে, কয়েকটি ছেলে তার ফেসবুক আইডি হ্যাক করে কিছু অপ্রীতিকর ছবি আপলোড করেছে। পরবর্তীতে সেই ছেলেদের শনাক্ত করার জন্য গত ১৫ মে তিনি ওই মেয়ের সঙ্গে নগরীর ছোট মির্জাপুর এলাকায় যান। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাননি। এরপর তিনি জানতে পারেন তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।

মাসুদের দাবি, খুলনা থানার এএসআই মিরান তার কাছ থেকে ১৬ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সেই টাকা ফেরত না দিয়ে তিনি টালবাহানা করছিলেন। অভিযোগকারী মেয়েটি মিরানের পরিচিত এবং তাকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন, যাতে টাকা ফেরত দিতে না হয়। তিনি দাবি করেন, ওই মেয়েকে কখনও স্ত্রী, কখনও বোন পরিচয় দিয়ে নগরীতে বাসা ভাড়া করে রাখেন মিরান।

অভিযোগ অস্বীকার করে এএসআই মিরান সমকালকে বলেন, তিনি ইন্সপেক্টর মাসুদের কাছ থেকে সুদে ৫ লাখ টাকা নিয়েছিলেন। সময়মতো সেই টাকা দিতে না পারলেও টাকা দিয়ে দিবেন। টাকা দেওয়া নিয়ে তিনি কোনো টালবাহানা করেননি। তিনি বলেন, ওই মেয়েকে তিনি চেনেন না। তাকে দিয়ে মামলা করানোর অভিযোগ একেবারেই বানোয়াট।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, সম্প্রতি মিরান খুলনা সদর থানা থেকে খালিশপুর থানায় বদলি হয়েছেন। তার কাছে ইন্সপেক্টর মাসুদ টাকা পাবেন বলে তিনিও শুনেছেন। কিন্তু টাকা পাওয়ার সঙ্গে ধর্ষণের ঘটনার কী সম্পৃক্ততা আছে তা তিনি জানেন না।

আরও পড়ুন

×