বিএনপি একটি প্রতারক দল: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৪:২৬ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৪:২৬
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি একটি প্রতারক দল। তাদের কথার সাথে কাজের মিল নেই। তারা সকালে এক কথা, বিকালে অন্য কথা বলে। তারা (বিএনপি) নির্বাচনে অংশ নিবে না বলেও তাদের নেতারা নির্বাচনে অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের ডুবাইরচর এলাকায় হোটেল নূর মহলে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিগত ১৩ বছর শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে উন্নয়ন করেছে জনগণ তার সুফল ভোগ করছে। এ কারণে সকল নির্বাচনে জয়ের বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও নৌকার জয় হবে ইনশাআল্লাহ।
এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার, কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, কুমিল্লার আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এর আগে মতবিনিয় সভায় সভায় হানিফ দলীয় নেতৃবৃন্দকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রসঙ্গত, সিটি নির্বাচনে নগরীতে সংসদ সদস্য বাহারের অবস্থান ও প্রচারণা নিয়ে গত বুধবার নির্বাচন কমিশনের দেয়া বিধি নিষেধের কারণে সিটি থেকে অন্তৎ ১৫ কিলোমিটার দূরে এ সভা অনুষ্ঠিত হয়।