ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোরচক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোরচক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার চক্রের তিন সদস্য - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ জুন ২০২২ | ০৬:৩৬ | আপডেট: ২৭ জুন ২০২২ | ০৭:২৫

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোর চক্রের প্রধান হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার মধ্যরাতে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটের আরাকান সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

গ্রেপ্তার তিনজন হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বিতলং গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রাসেল (২৬), চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ছোট কুমিরা গ্রামের প্রয়াত রেনুমিয়ার ছেলে মো. বেলাল (২৩) ও একই থানার উত্তর ফেদা নগর গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে মো. সোহেল (২৪)। এদের মধ্যে রাসেল চক্রটির মূল হোতা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গত ১০ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ সড়কে থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা দায়ের করেন অটোরিকশাটির মালিক আবদুল ওয়াজেদ। র‌্যাবের কাছেও তিনি একটি অভিযোগ দেন। এ ঘটনায় জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর আরাকান সড়কে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহ হওয়ায় একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পরে অটোরিকশাটির মালিক এটি তার বলে শনাক্ত করেন। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিএনজি অটোরিকশা চোরচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। অটোরিকশাটি জালালাবাদ এলাকা থেকে চুরির বিষয়টিও স্বীকার করেন তারা। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×