বানভাসিদের কাছে বিল চেয়ে মাইকিং পল্লী বিদ্যুতের

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২২ | ০৯:৪৩ | আপডেট: ২৭ জুন ২০২২ | ০৯:৪৩
সিলেটের ওসমানীনগরের বানভাসি মানুষের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত প্রসারিত করলেও ভিন্ন রূপে হাজির হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। বন্যায় লোকজন ঘর থেকে বের হতে না পারলেও বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি বিল পৌঁছে দিয়ে বকেয়াসহ তা পরিশোধের জন্য মাইকে প্রচার চালাচ্ছে।
কৃষক আবদুন নূর বলেন, বাড়িতে বন্যার পানি। আজ বিল পরিশোধের জন্য মাইকিং শুনে লাইন কাটার ভয়ে ঋণ করে বকেয়াসহ বিল পরিশোধ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বলেন, এ এলাকার সব মানুষ বন্যাকবলিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যার কথা বিবেচনায় নিয়ে বিল পরিশোধে গ্রাহকদের বাড়তি সময় দেওয়া উচিত।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১-এর জোনাল অফিসের ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী বলেন, বিল পরিশোধের জন্য কোনো চাপ দেওয়া হচ্ছে না। এলাকায় প্রায় ৪ কোটি টাকার বিল বকেয়া আছে। জুন ক্লোজিংয়ের কারণে বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রা আছে। এ জন্য মাইকিং করে বকেয়া পরিশোধের জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হচ্ছে।