খুলনায় কখন কোথায় ঈদের জামাত

ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২২ | ০৮:২৯ | আপডেট: ০৮ জুলাই ২০২২ | ০৮:২৯
স্বাস্থ্যবিধি মেনে খুলনায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮ টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৯ টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর মসজিদে সকাল সোয়া ৮টা ও সোয়া ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর ময়লাপোতা মোড় মসজিদে সকাল সোয়া ৭টা ও সোয়া ৮টায়, শেখপাড়া পুরাতন জামে মসজিদে সকাল ৭টায়, বড় মির্জাপুর এলাকার ইউসুফিয়া জামে মসজিদে সকাল সোয়া ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- স্বাস্থ্যবিধি
- ঈদুল আযহা
- প্রধান জামাত
- খুলনা