মানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২২ | ০০:২৮ | আপডেট: ১৩ জুলাই ২০২২ | ০০:২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল গেইট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের এক চালক।
বুধবার সকাল ৭টার দিকে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখি লেনে ঢাকা থেকে আসা মোটরসাইকেল চালক তার স্ত্রীকে নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে জলিল গেইট এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই মানসিক ভারসাম্যহীন ওই নারী নিহত হন এবং গুরুতর আহত হন চালক ও তার স্ত্রীর। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে চালকের স্ত্রীও মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আমির উদ্দিন বলেন, দুর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত অপর নারীর (মোটরসাইকেল চালকের স্ত্রী) মরদেহ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা।
- বিষয় :
- চট্টগ্রাম
- ফৌজদারহাট
- মোটরসাইকেল দুর্ঘটনা
- হতাহত