নদীতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ১৮ ঘণ্টা পর

প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২২ | ০২:৩৩ | আপডেট: ১৩ জুলাই ২০২২ | ০৩:১৩
দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর মুগ্ধ রায় ভোলানাথ (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে আত্রাই নদীর ফিরিঙ্গিঘাটে তার মরদেহ ভেসে উঠে। এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার তেতুলিয়া ইউনিয়নের আত্রাই নদীর শ্মশানঘাট এলাকায় গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
মারা যাওয়া ভোলানাথ উপজেলার ৮নং সাইতেড়া ইউনিয়নের পূর্ব সাইতেড়া তৈলক্ষ্য মাস্টার পাড়া এলাকার ভূপতি রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মাসহ সে চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর এলাকায় দাদুর (মায়ের বাবা) বাড়িতে বেড়াতে যায়। গত মঙ্গলবার নদীতে গোসল করতে নেমে সে স্রোতের টানে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা চিরিরবন্দর ফায়ার সার্ভিসে ফোন দিলে রংপুর থেকে আসা ডুবুরি দলের তিন সদস্য নদীতে খোঁজা-খুঁজি শুরু করে। প্রায় সাত ঘণ্টা তাকে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে তারা চলে যায়। পরে বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে ভোলানাথের জেঠু (বাবার বড় ভাই) মুক্তি কিশোর রায় নদীর ফিরিঙ্গির ঘাটে (শ্মশান ঘাট থেকে উত্তরের তিন কিলোমিটার) তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুর আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি বুঝে রংপুরের ফায়ার সার্ভিসে খবর দেন। সেখান থেকে আসা ডুবুরি দলের তিন সদস্য নদীতে প্রায় সাত ঘন্টা উদ্ধার কার্যক্রম চালায়। পরে সন্ধ্যা ঘনিয়ে এলে কার্যক্রম বন্ধ ঘোষণা করে তারা।
চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক কমল চন্দ্র জানান, মরদেহ ভেসে উঠার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকা মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।