ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দীপ্ত টিভির পরিচালকসহ ৩ কর্মকর্তার জামিন

দীপ্ত টিভির পরিচালকসহ ৩ কর্মকর্তার জামিন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ০৬:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০২২ | ০৬:৪৬

চট্টগ্রামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় কাজী গ্রুপ ও দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। তারা হলেন কাজী গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও কাজী রাবেত হাসান প্রকাশ কাজী জিসান।

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, তিন আসামি আদালতে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এর আদালত। এ মামলার অপর আসামি কাজী গ্রুপ ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান অসুস্থতার কারণে সকালে কারাগারে পাঠানোর আদেশ দিলেও বিকেলে স্পেশাল পিটিশনের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।

২০১৬ সালের নগরের চান্দগাঁও এলাকায় একটি জায়গা দখল করা নিয়ে তৎকালীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম ও তার ছেলে মুজিবুর রহমানকে নিয়ে দীপ্ত টেলিভিশন একটি সংবাদ পরিবেশন করেন।

ওই প্রতিবেদনটি মানহানিকর উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় চকবাজার থানায় দুইটি ও চান্দঁগাও থানায় একটি মামলা হয়। সেই মামলার তদন্ত শেষে পুলিশ সাতজনকে অভিযুক্ত করে আদালত চার্জশিট দেন। এরপরই তারা জামিন নিতে আদালতে আসেন।

আরও পড়ুন

×