ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ

শনিবার দুপুরে নাটোর বিএনপি কার্যালয়ের সামনে থেকে ঝটিকা মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা - সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২ | ০৩:৩৬ | আপডেট: ০৬ আগস্ট ২০২২ | ০৩:৩৬

ডিজেল ও পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

আজ শনিবার দুপুরে নাটোর বিএনপি কার্যালয়ের সামনে থেকে ঝটিকা মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদসহ প্রমুখ নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। সরকারের এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় শুক্রবার রাত ১২টা থেকেই। এখন প্রতি লিটার ডিজেল ও কেরোসিন কিনতে লাগছে ১১৪ টাকা। আর প্রতি লিটার পেট্রোল ও অকটেন কিনতে লাগছে যথাক্রমে ১৩০ ও ১৩৫ টাকা। 



আরও পড়ুন

×