ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

চট্টগ্রামে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৭:৫৯

চট্টগ্রামের হাটহাজারীতে এক যুবককে হত্যার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ রায় দেন।

নাজিম উদ্দিন (১৮) হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- মাইনুল আলম মিঠুন এবং মাওলানা নূরুল আলম। মিঠুন নিহত নাজিম উদ্দিনের চাচাত ভাই। দণ্ডপ্রাপ্ত দুইজন উপজেলার উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- খোরশেদ আলম, একরাম হোসেন, দেলোয়ার হোসেন রুবেল, মাশরুক হোসেন ও মাওলানা মো. ওসমান।

আসামিদের একটি গরুর লেজ কেটে দেওয়া এবং খড়ের গাদায় আগুন দেওয়াকে কেন্দ্র করে নাজিমকে খুনের ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে বলা হয়।

আদালতের অতিরিক্ত পিপি অজয় বোস বলেন, খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। জামিনে থাকা এ দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

২০০৬ সালের ৩ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে রামদাশ মুন্সির হাট যাওয়ার সময় নাজিম উদ্দিনকে (১৮) কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। গুরুতর আহত নাজিমকে হাটহাজারী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

এ ঘটনায় নাজিমের মা ফরিদা বেগম বাদী হয়ে মাইনুল আলম মিঠুনকে আসামি করে হত্যা মামলা করেন। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালতের বিচারক রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

×