ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আ'লীগ মাঠে নামলে রাজনৈতিক মোড় অন্যদিকে ঘুরে যাবে: শিল্পমন্ত্রী

আ'লীগ মাঠে নামলে রাজনৈতিক মোড় অন্যদিকে ঘুরে যাবে: শিল্পমন্ত্রী

ছবি: সমকাল

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২ | ০৭:০৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২২ | ০৭:০৪

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘অনেকেই আজকে বড় বড় কথা বলছে, কিন্তু আওয়ামী লীগ মাঠে নামলে রাজনৈতিক মোড় অন্যদিকে ঘুরে যাবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। বড় দল হিসেবে দলের ভেতরে ভুল বোঝাবুঝি থাকতেই পারে। তবে আশা করি, দল হিসেবে নৌকার বাইরে কেউ যাবে না।’

শনিবার বেলাব উপজেলা হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্র্ষিকী পালন উপলক্ষে বেলাব ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগে ভিন্ন দল থেকে এসে এজেন্সিশিপ নেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনে বিশ্বাস করি। আগামী নির্বাচনেও জনগণ আবার নৌকাকেই বিজয়ী করবে।’

বেলাব উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জমান ভূঁইয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জমান খান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফ উদ্দীন খান মোমেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো.  আনোয়ার হোসেন আঙ্গুর ও মোহাম্মদ আলী সাফি, জেলা পরিষদের সাবেক সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ।

এ সময় জাতিয় শোক দিবস পালনের লক্ষ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ২০ হাজার টাকা এবং জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দনের পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে ৩ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

আরও পড়ুন

×