ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পদ্মা সেতু চালু

ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট কমছে

ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট কমছে

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২ | ০৯:১৪ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ | ০৯:১৪

পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরুর পর ঢাকা-বরিশাল রুটে আকাশ পথে তীব্র যাত্রী সংকট দেখা দিয়েছে। যাত্রী সংকটের কারণে গত ১ আগস্ট এই রুটে বন্ধ হয়ে গেছে নভোএয়ারের ফ্লাইট চলাচল। একই কারণে ফ্লাইট কমিয়েছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। এবার বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলাও তাদের ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বরিশাল বিমানবন্দর ইনচার্জ সাইফুর রহমান সোমবার বলেন, আগামী ২২ আগস্ট থেকে ঢাকা-বরিশাল আকাশ পথে প্রতিদিন ইউএস-বাংলার একটি করে ফ্লাইট যাতায়াত করবে। এখন এ রুটে প্রতিদিন সকাল-বিকেল দুটি করে ফ্লাইট চলছে।

ফ্লাইট কমানোর কারণ জানতে চাইলে সাইফুর রহমান বলেন, ঢাকা-ব্যাংকক এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট বাড়ানোর ফলে ঢাকা-বরিশাল রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া যাত্রী সংকট আছে বলেও স্বীকার করেন তিনি।

তিনি জানান, ২২ আগস্ট থেকে বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে ৫টায় বরিশাল এসে আবার ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবে ইউএস-বাংলার ফ্লাইট।

বরিশাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরুর পর বরিশাল-ঢাকা আকাশ পথে আশঙ্কাজনকভাবে যাত্রী হ্রাস পেয়েছে। যাত্রী ধরে রাখতে বিমান সংস্থাগুলো ঈদুল আজহার পর বরিশাল-ঢাকা আকাশ পথে এক হাজার টাকা ভাড়া কমিয়ে দেয়। কিন্তু ভাড়া কমিয়েও আশানুরূপ যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। ফলে অপারেশন খরচ তুলতে না পেরে ১ আগস্ট থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে নভোএয়ার

আরও পড়ুন

×