ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্কুলছাত্রী হত্যায় দোষীদের শাস্তি চায় মহিলা পরিষদ

স্কুলছাত্রী হত্যায় দোষীদের শাস্তি চায় মহিলা পরিষদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২ | ০৮:৫৯ | আপডেট: ২১ আগস্ট ২০২২ | ০৮:৫৯

রাজধানীর সাভারে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, কাউন্দিয়া ইউনিয়নের বুড়িরটেক দক্ষিণ কাউন্দিয়া এলাকায় হত্যার শিকার রত্না কাউন্দিয়ার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। কয়েক দিন আগে রত্না স্থানীয় দোকানদার জালালের দোকানে পণ্য কিনতে যায়। সে সময় সেখানে জালালের অনৈতিক সম্পর্ক নিয়ে তার স্ত্রী লাইলি বেগমের সাথে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ওই দম্পতি রত্নাকে দায়ী করতে থাকে। রত্না বিষয়টি অস্বীকার করায় তারা রত্নাকে চুলের মুঠি ধরে টেনে বাড়ির সামনেই বেধড়ক মারধর করে। এতে রত্না মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত ১৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রত্না মারা যায়।

মহিলা পরিষদ স্কুুল ছাত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার শিকার ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নারী ও কন্যার প্রতি সহিংসতা ও সামাজিক অনাচারের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট অনুরোধ জানায়।

আরও পড়ুন

×