ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলি- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২২ | ০১:১৬ | আপডেট: ২২ আগস্ট ২০২২ | ০১:১৬

বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠির কাঠেরপোল নামক এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, ট্রলির চালক ও বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদার (২৫) এবং ট্রলির দুই আরোহী ও শ্রমিক বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) এবং কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫)।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কাশেম সমকালকে জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাখরকাঠির কাঠেরপোল নামক এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। এ সময় ট্রলির চালককের লাশ উদ্ধার করি। ঘটনাস্থলে একজন ও দুইজনকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসার পর তাদের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রলি জব্দ করা হয়েছে। বাসের চালক মো. শামীমকে দুর্ঘটনার পর আটক করা হয়েছে। কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যহত হলেও থানা পুলিশের হস্তক্ষেপে দ্রুত যানচলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন

×