ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্যাগের ভিতরে পাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি

ব্যাগের ভিতরে পাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি

উদ্ধার হওয়া নবজাতক ফাইল ছবি

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ০২:০৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ০২:০৭

সিরাজগঞ্জে কামারখন্দে ব্যাগের ভিতর থেকে পাওয়া সেই নবজাতকের (ছেলে) দায়িত্ব নিয়েছেন নিঃসন্তান এক দম্পতি। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নবজাতককে হস্তান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতির বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। গত মঙ্গলবার ওই নবজাতকটিকে কামারখন্দ থানা পুলিশ উদ্ধার করে। সদ্য জন্মানো শিশুটিকে একটি ব্যাগের মধ্যে ভরে কে বা কারা কামারখন্দ উপজেলার চালা আলোকদিয়ার গ্রামের পাশের মাঠে ফেলে রেখে যায়। স্থানীয় বাসিন্দা আছমা খাতুন নামের এক নারী সেখানে হাঁস চড়াতে গেলে ব্যাগের মধ্যে নবজাতকের কান্না শুনতে পান। পরে তিনি শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে কামারখন্দ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী জানান, ওই নবজাতকের বিষয়ে বুধবার বিকেলে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উদ্ধার করা শিশুটিকে প্রতিপালনের জন্য আগ্রহী ব্যক্তিদের আহবান জানানো হয়। এই আহবানে সাড়া দিয়ে বেলকুচির এক নিঃসন্তান দম্পতি বুধবার রাত ৯ টার দিকে শিশুটিকে প্রতিপালনের আবেদন জানান। পরে সমাজসেবা কর্মকর্তা শিশুটিকে ওই দম্পতির কাছে হস্তান্তর করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান, বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে এক নিঃসন্তান দম্পতিকে তাদের ইচ্ছায় ওই নবজাতককে প্রতিপালনের দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত. এ ব্যাপারে ২৪ আগষ্ট দৈনিক সমকালে 'নবজাতক উদ্ধার’শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন

×