অভিযানকারী দল দূরে যেতেই মরিচের দাম বাড়ল ২০ টাকা

শুক্রবার নগরীর চৌমাথা এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ | ০৯:৪২ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ | ০৯:৪৭
বরিশাল নগরের চৌমাথা এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার এ অভিযানের সময় ফুটপাটের এক কাঁচামরিচ বিক্রেতা প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রির কথা জানান। তবে অভিযানকারী দল একটু দূরে গিয়ে এক প্রতিনিধিকে পাঠালে তাঁর কাছে দাম চাওয়া হয় ১২০ টাকা।
এভাবে দাম নিয়ে কারচুপি করায় বিক্রেতাকে তাৎক্ষণিক ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় গুরুতর অনিয়ম ধরা পড়ে অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারে। সেখানে মিষ্টিজাতীয় খাদ্যপণ্য তৈরিতে ক্ষতিকারক হাইড্রোজ মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ চারটি অভিযোগ পান অভিযানকারীরা। পরে প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক শাহ মো. শোয়াইব মিয়া বলেন, তাঁদের একটি দল শুক্রবার সকালে বাজার তদারকিতে নগরের চৌমাথা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচটি দোকানের মালিককে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।