ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এক হচ্ছে দুই বাম দল, নাম ঘোষণা ২ সেপ্টেম্বর

এক হচ্ছে দুই বাম দল, নাম ঘোষণা ২ সেপ্টেম্বর

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ১০:৩৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ১০:৩৩

বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) দল দুটি আগামী ২ সেপ্টেম্বর এক দলে রূপান্তর হবে। আগামী ১ ও ২ সেপ্টেম্বর খুলনার হাদিস পার্কে দুই দলের ঐক্য কংগ্রেস অনুষ্ঠিত হবে। কংগ্রেসের শেষ দিন এ ঘোষণা দেওয়া হবে।

সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন দল দুটির ঐক্য প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর জাহিদ।

তিনি জানান, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) একটি দলে পরিণত হবে। ঐতিহাসিক এই মুহূর্ত উদযাপিত হবে খুলনার শহীদ হাদিস পার্কে।

তিনি আরও জানান, দুই দলের ঐক্য কংগ্রেসের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করবেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুস সাত্তার। এতে আরও বক্তব্য দেবেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সরদার রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুর্জোয়া শাসনব্যবস্থা উচ্ছেদ করে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ হিসেবেই তাদের এ ঐক্য।

আরও পড়ুন

×