যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা, আগ্নেয়াস্ত্র -গুলিসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৩:৫১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৩:৫১
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে আরিফুল ইসলাম রকি শেখকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিহতের বাবা আব্দুর রাজ্জাক শেখ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- খানখানাপুর ইউনিয়নের চরখানাখানাপুর গ্রামের নাজিমউদ্দিন শেখের ছেলে মো. রাকিব শেখ ও কুষ্টিয়ার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইয়ামিন আলী। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ এবং দুটি কার্তুজের মাথার অংশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোমবার রাজবাড়ী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিপূর্বে ওই এলাকায় এক যুবকের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে রকি শেখ কারাগারে ছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
হত্যাকাণ্ডের সাথে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইনুদ্দিন চৌধুরী, ডিআইও (ওয়ান) সাইদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অনতিদূরে একটি দোকানে বসে থাকাবস্থায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে রকি শেখকে গুলি করে হত্যা করে।
- বিষয় :
- রাজবাড়ী
- গুলি করে হত্যা
- যুবককে হত্যা