ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চাঁদপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান প্রধান। ছবি-সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৫৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৫৪

চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী হত্যার মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামির উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাজীগঞ্জের ভাটারা এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে শাহজাহান প্রধান (৪৩)।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফারহানা বেগম পান্নার ভাই ফারুক আহমদ পাটওয়ারী বাদী হয়ে ২০০৯ সালের ১০ ডিসেম্বর চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। ২০০৯ সালের ৭ জুন যৌতুকের দাবিতে ফারহানা বেগমকে তার স্বামী শাহজাহান নির্যাতন করে। এতে এক পর্যায়ে ফারহানার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর ২০১২ সালের ২৭ মার্চ সিআইডি ইন্সপেক্টর মোহাম্মদ আলমগীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। আদালতে ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষ্য প্রদান করেন।

আরও পড়ুন

×