ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

উলিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উলিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২ | ০৩:৩১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ | ০৩:৩২

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। একই সময়ে বজ্রপাতে ১টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রামদাস ধনিরাম কানি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম শহীদুল ইসলাম(৪০)। তিনি ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,সকালে গরু ও ছাগল নিয়ে বাড়ির পাশে জমিতে কাজ করার জন্য যান শহীদুল ইসলাম। হঠাৎ বৃষ্টি সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

×