মণ্ডপে হামলায় জামিনে থাকা আসামিরা নজরদারিতে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৫৫ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৫৬
দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় মামলায় জামিনে থাকা আসামিরা নজরদারিতে আছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম,মহানগর টন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার নগরের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
গত বছর বিজয়া দশমীর দিন চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা হয়। এ ঘটনার মামলায় শতাধিক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এসব আসামিরা জামিনে থাকায় সংবাদ সম্মেলন করে শঙ্কার কথা জানান পূজা উদযাপন পরিষদের নেতারা।এ প্রসঙ্গে সিএমপি কমিশনার বলেন, যারা জামিনে আছেন তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেন তিনি।
কৃষ্ণ পদ রায় জানান, এ বছর মহানগরীতে ২৬৬টি মণ্ডপে পূজা হচ্ছে। এসব মণ্ডপে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ থাকবে।
তিনি আরও জানান, এ বছর পতেঙ্গা সমুদ্র সৈকতসহ ৯টি স্থানে প্রতিমা বিসর্জনের দিনে আলাদা নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করার অনুরোধ জানান তিনি।