কক্সবাজার সৈকতে ঢেউয়ে ভেসে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ০৯:৫৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ০৯:৫৪
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে মোহাম্মদ সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। সুমন ঢাকার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
কক্সবাজার সৈকতে দায়িত্বরত বিচকর্মী মোহাম্মদ বেলাল জানান, দুপুরে পর্যটক সুমন সাগরে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে পানিতে ভেসে যান তিনি।খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ জানান, গত সোমবার স্ত্রী, দুই সন্তানসহ কক্সবাজার ভ্রমণে এসে লাবনী পয়েন্টে হোটেল কল্লোলে ওঠেন সুমন। মঙ্গলবার দুপুরে লাবনী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তিনি। এরপর উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।