রাবিতে সংসদ সদস্য বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২ | ০৩:৫৪ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে সাধারণ শিক্ষার্থীদের করা মানববন্ধনে সাংসদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, ইন্টার্ন ডাক্তার কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, হত্যাচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরে পরিবহন মার্কেটে সংসদ সদস্য বাদশার কুশপুত্তলিকা দাহ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাকসুর সাবেক ভিপি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে যে বক্তব্য দিয়েছেন আমরা তা প্রত্যাখ্যান করছি। রাবির সাবেক ছাত্র হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছেন তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে রাবিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
এবিষয়ে রাবি শিক্ষার্থী শফিউল আজম রবিন বলেন, 'বাদশা সাহেব, আপনার ন্যাক্কারজনক, বেসামাল বক্তব্য আমাদের আগুনে ঘি ঠেলে দিয়েছে। আপনারা আমার ভাইদের হত্যা করতে চেয়েছেন। ক্ষমতা, কাগজের কিছু টাকার লোভে আপনি যে বক্তব্য দিয়েছেন তাতে আপনি জোহা স্যারের ক্যাম্পাসে ঢোকার যোগ্যতা হারিয়েছেন। আজ আমরা বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।'
প্রসঙ্গত, বুধবার রাত ৮টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত অবস্থায় রামেকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, রামেকে নেওয়ার ৩৫ মিনিট পর বিনা চিকিৎসায় আহত শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে মেডিকেলে রাবি শিক্ষার্থীরা আন্দেলন করলে সেখানে ইন্টার্ন চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা শিক্ষার্থীদের উপর হামলা করেন। পরে দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। শনিবার ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধনে বক্তব্যকালে সংসদ সদস্য বাদশা রাবি শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে আখ্যা দেন।