বঙ্গবন্ধুর সমাধিতে ৩২ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের শ্রদ্ধা

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ০৬:৫৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০৬:৫৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ৩২ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের সভাপতি নূশরাত শিফাসহ উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহমেদ জাফর সাদিক জনি, সাংগঠনিক সম্পাদক পিকলু সরকার ও যুগ্মসাধারণ সম্পাদক আফসানা সরওয়ার।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন ৩২ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধি কমপ্লেক্স এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ফোরামের নেতৃবৃন্দ।