সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা তুলত প্রতারক

ফাইল ছবি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ | ০২:০৬
ভাড়ায় মোটরসাইকেল চালায় শরীফুল আলম শরীফ। কিন্তু নিজেকে সরকারি চাকরিজীবী বলে পরিচয় দিত। সরকারের চলমান গৃহ ও ভূমিহীনদের পাকা বাড়ি করে দেওয়ার যে কাজ চলছে, সেখানে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে গ্রামে গ্রামে ঘুরে টাকা তুলছিল সে। অসহায় মানুষের কাছ থেকে নানা অঙ্কের টাকা হজম করা শরীফকে অবশেষে ধরেছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঈশ্বরগঞ্জের সোহাগী, সরিষা, আঠারবাড়ীসহ আশপাশের ইউনিয়নে প্রতারণার জাল পেতেছিল শরীফ। সে সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের আবুল কাশেমের ছেলে। সরকারি ঘর দেওয়ার কথা বলে ছয় মাস ধরে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল সে। প্রতারকচক্রের তৎপরতার খবর যায় ইউএনও হাফিজা জেসমিনের কাছে। তাঁর নির্দেশে উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামরুজ্জামান সুমন বাদী হয়ে গত ১ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রতারক শরীফের ফাঁদে পড়েন সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামের বিল্লাল হোসেন। দিনমজুরি করে জীবন চালান বিল্লাল। নতুন ঘরের আশায় গত জুলাই মাসে শরীফের হাতে ১৯ হাজার টাকা তুলে দেন। তিনি বলেন, ঘরের কথা জিজ্ঞাসা করলেই বলত, এখনও বরাদ্দ আসেনি। এভাবে কিছুদিন চলার পর উপজেলা প্রশাসনে খোঁজ নিয়ে জানতে পারেন, শরীফুল কোনো সরকারি লোক না। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মামলা করলে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, শরীফকে তিন দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। কিন্তু রিমান্ড শুনানি হয়নি।