শেখ হাসিনার গাড়িবহরে হামলা
অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আরও দু'জনের সাক্ষ্যগ্রহণ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ১০:১৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ | ১০:১৬
সাতক্ষীরায় সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় আরও দু'জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। জেলার বিশেষ ট্রাইব্যুনাল-৩-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে সোমবার সাক্ষ্য দেন স্থানীয় পত্রিকা দৈনিক সাতনদীর সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার তৎকালীন পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম। এ নিয়ে সংশ্নিষ্ট মামলা দুটিতে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা এক বীর মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়ায় বিএনপির অফিসের সামনে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।