ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গরু চুরির মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী

গরু চুরির মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী

ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ০৫:০৪ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০৫:০৪

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবলী আক্তার ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা ও সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, গত সাতদিনে ধামরাই উপজেলার লাড়ুয়াকুন্ডসহ কয়েকটি গ্রাম থেকে ২০টি গরু চুরি হয়। এর মধ্যে ধামরাইয়ের লাড়ুয়াকুন্ড গ্রামের আব্দুল লতিফের একটি ষাড় ও একটি গাভী গত রোববার রাতে  চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। ওই রাতেই এলাকাবাসী ধাওয়া দিয়ে হাবুল সরদার নামে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গরুর মালিক আবদুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেন। পরে পুলিশ আটক হাবুল সরদারের স্বীকারোক্তিতে বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততা পান। এরপর ধামরাই থানা পুলিশ বুধবার ভোর রাতে সাভারের নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারসহ বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকতা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সমকালকে বলেন, বাবলী আক্তার তার এক বন্ধু শামিমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এরপর থেকে চোরাই গরুগুলো তার বাড়িতে নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন। এ পর্যন্ত পাঁচটি গরু তার হেফাজতে রেখে বিক্রি করেছেন। সর্বশেষ একটি ষাড় গরু জবাই করে কসাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বাবলী আক্তার। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’

গরু চুরির মামলায় বাবলী আক্তার গ্রেপ্তারের বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘বাবলী আক্তার ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা। অনৈতিক কাজে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ জানিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে পত্র দেওয়া হবে। একই সঙ্গে আজই (বুধবার) তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

×