ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ধানক্ষেতে মিলল নারীর বিবস্ত্র মরদেহ

ধানক্ষেতে মিলল নারীর বিবস্ত্র মরদেহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২ | ২২:৪০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ | ২২:৫০

বগুড়ার আদমদীঘিতে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৫৫) এক ভারসাম্যহীন নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কারিমা পাড়া বুড়িমারা মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৫৫ বছর বয়সের অজ্ঞাত ভারসাম্যহীন ওই নারী বেশ কিছুদিন যাবত কুন্দগ্রাম বাজার এলাকায় আসে। সে বিভিন্ন দোকান ও মানুষের কাছে খাবার নিয়ে খেত এবং খোলা জায়গায় রাত কাটাতো। গত শনিবার সকাল থেকেই ওই নারীকে দেখা যায়নি।

কুন্দগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় অজ্ঞাত নারীকে কারিমা পাড়া বুড়িমারা মাঠের ধানক্ষেতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রমিকরা। এরপর থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সন্ধ্যা সাড়ে ৭টায় মরদেহটি উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, অজ্ঞাত নারী ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

×