ওসমানী মেডিকেলে সাংস্কৃতিক সংগঠনের কক্ষে মিলল দেশীয় অস্ত্র

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ | ০৯:৩৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০৯:৩৮
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে ঐতিহ্য নামে একটি সাংস্কৃতিক সংগঠনের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার কক্ষটিতে হকিস্টিক, কুড়াল, স্টাম্পসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।
কলেজ ছাত্রলীগের অভিযোগ, সাংস্কৃতিক সংগঠনটির আড়ালে দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবির কলেজটিতে কার্যক্রম চালিয়ে আসছিল। এসব অস্ত্র তাদেরই।
ছাত্রলীগ নেতারা জানান, ১৯৯৮ সালে কলেজ ছাত্রলীগ নেতা সৌমিত্র বিশ্বাস হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এরপর থেকে ঐতিহ্য নামে সাংস্কৃতিক সংগঠনটির ব্যানারে কার্যক্রম চালিয়ে আসছিল তারা। সংগঠনটির নামে কলেজ ভবনের তৃতীয় তলার ওই কক্ষটির নিয়ন্ত্রণ নেয় তারা। করোনা মহামারির আগ পর্যন্ত কক্ষটিতে কার্যক্রম ছিল। তবে মহামারি পরিস্থিতির পর গত তিন বছরে আর কক্ষটি খোলা হয়নি।কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সমকালকে বলেন, শিবির নিয়ন্ত্রিত কক্ষটির সামনে গতকাল দাঁড়িয়ে কথা বলার সময় শিক্ষার্থীরা দরজার ফাঁকা অংশ দিয়ে অস্বাভাবিক কিছু দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা আমাদের জানান। পরে আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাই।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বপের এসআই জুয়েল চৌধুরী জানান, তাদের ধারণা, অনেক দিন আগেই অস্ত্রগুলো সেখানে রাখা হয়। কিছু প্রচার সামগ্রীও তারা জব্দ করেছেন।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মইনুল হক জানান, উদ্ধার করা অস্ত্রগুলোর তালিকা করছে পুলিশ। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় কোনো অভিযোগ পাননি। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।