ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টাঙ্গাইলে ১৬ জনের নাম উল্লেখসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা

টাঙ্গাইলে ১৬ জনের নাম উল্লেখসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ | ০৪:১৬ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ | ০৪:১৬

টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে বিএনপি নেতাকর্মীদের গোপন বৈঠক ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ইলিয়াস শেখ ও ঠান্ডু সর্দার নামে বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

গত বুধবার ভূঞাপুর পৌর এলাকার শিয়াকোল হাটখোলা থেকে রাতে ইলিয়াস শেখকে এবং শুক্রবার গভীর রাতে ঠান্ডুকে তার নিজ বাড়ি থেকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। শনিবার ঠান্ডুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ইলিয়াস শেখ উপজেলার নিকরাইল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের ইমান আলীর ছেলে। তিনি কোনাবাড়ী ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং ঠান্ডু উপজেলার গাবসারা এলাকার জহির উদ্দিনের ছেলে। তিনি গাবসারা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।

এসব ঘটনায় গত বৃহস্পতিবার ভূঞাপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির ১৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে বুধবার রাতে ভূঞাপুর পৌরসভার শিয়ালকোল বাজার মাছের শিডের ঘরে গোপন বৈঠক ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। তবে পুলিশের উল্লেখ করা রাতের ঘটনায় সেখানে ককটেল বিষ্ফোরণ ও গুলির শব্দ পায়নি বলে জানিয়েছে এলাকাবাসী। তবে, এ ঘটনার স্বাক্ষী রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তালুকদার বিদ্যুত।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা ৪০ মিনিটে পৌর এলাকার শিয়ালকোল বাজার মাছের সীডের নিচে বিএনপির ৬০-৭০ জন নেতাকর্মী নাশকতা মূলক কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় একটি ককটেল বিস্ফোরিত হয়ে প্রচুর ধোয়া ও বিকট শব্দ হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে বানচাল করতে পুলিশ দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা-গায়েবি মামলা দিচ্ছেন সরকার। শিয়ালকোল এলাকায় এই ধরণের কোন ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম জানান, মামলায় জড়িতরা নাশকতা করার পরিকল্পনা করছিল। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঠান্ডুকে শুক্রবার রাতে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×