ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুয়াকাটা প্রেসক্লাবে খান এ রাজ্জাক স্মরণে শোকসভা

কুয়াকাটা প্রেসক্লাবে খান এ রাজ্জাক স্মরণে শোকসভা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ | ০৯:১৪ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ০৯:১৪

সমকালের কুয়াকাটা উপজেলা প্রতিনিধি খান এ রাজ্জাকের মৃত্যুতে শোকসভা হয়েছে। কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে এ সভার আয়োজন করা হয়। এ সময় তাঁর আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুফতি বেল্লাল হোসাইন, সাগর-সৈকত জামে মসজিদের খতিব মুফতি মোস্তফা কামাল কাসেমী, কুয়াকাটা বায়তুল আরজ জামে মসজিদের খতিব মাইনুল ইসলাম মান্নান।

সংগঠনের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম খান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ও সমকালের কলাপাড়া প্রতিনিধি এস এম মোশারফ হোসেন মিন্টু, শিক্ষক সাইদুর রহমান সোহেল, সাংবাদিক রাজ্জাকের ছোট ছেলে রাইয়ান খান সিয়াম প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে সমকালের কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

খান এ রাজ্জাক কুয়াকাটার খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন। এছাড়া কুয়াকাটা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

খান এ রাজ্জাকের স্ত্রী মোসা. সুরাইয়া বেগম লতাচাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাদের দুই সন্তানের মধ্যে বড় ছেলে রুবায়েত খান শাকিব (১৪) লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে এবং ছোট ছেলে রাইয়ান খান সিয়াম (১০) স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

আরও পড়ুন

×