ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কার্টনে ভরা জীবিত নবজাতক উদ্ধার

কার্টনে ভরা জীবিত নবজাতক উদ্ধার

উদ্ধার হওয়া নবজাতক

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৫:১০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৫:১০

হবিগঞ্জের মাধবপুরে কার্টনে ভরা এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার উজ্জ্বলপুরে একটি খাল পাড় থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই নবজাতক মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বেবি কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যায় আছে।

বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, রোববার রাতে উজ্জ্বলপুর গ্রামের একটি খাল পাড় থেকে হঠাৎ এক শিশুর কান্না শুনতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা গিয়ে দেখতে পায় একটি কার্টনের মধ্যে শিশুটি চিৎকার করছে। পরে মাধবপুর থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় ওই নবজাতককে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কর্ণারে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, বর্তমানে ওই নবজাতক সুস্থ আছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নবজাতকের বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে। এছাড়া বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×