ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

প্রতীকী ছবি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ০২:৫৯

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাতিয়া এলাকায় রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন তাঁরা। নিহতরা পাবনার মো. সাগর ও সজিব।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা রাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার পাশ চেপে এলে তাঁদের প্রাইভেটকারটি সড়কের পাশে নেমে যায়। পরে চালক গাড়িটি সড়কে ওঠানোর সময় নিহত ব্যক্তিরা রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে থাকেন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন তাঁরা।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

আরও পড়ুন

×