বগুড়ায় অবৈধভাবে ধান মজুত, মেঘনা গ্রুপের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২ | ২০:০২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ | ২০:০৯
বগুড়ায় অবৈধভাবে আড়াই হাজার টন ধান মজুত করার অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করেছে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম বাদী হয়ে এ মমলা দায়ের করেন।
মামলায় মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল ও তানভীর ফুড লিমিটেডের সিনিয়র ডিজিএম প্রকৌশলী কেতাউর রহমানকে অভিযুক্ত করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের অটোরাইস মিল স্থাপনের কাজ চলমান আছে। সেখানে একাধিক ট্রাকে অবৈধভাবে ধান মজুত করা হচ্ছে- এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে অভিযান চালানো হয়। এ সময় দুইটি গুদাম ও দুইটি খোলা জায়গায় ধানের মজুতের সন্ধানসহ একাধিক ট্রাকে ৩৪ হাজার ২৫০ বস্তায় ২ হাজার ৫৬৮ টন ধান অবৈধভাবে মজুত পাওয়া যায়।
এ ঘটনার প্রেক্ষিতে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল মজুত করা ধান জব্দ করে।
মামলায় আরও উল্লেখ করা হয়, মেঘনা গ্রুপের এ অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের খাদ্যশস্য বা মিল লাইসেন্স ছিলো না। কালোবাজারির উদ্দেশ্যে দেশে কৃত্রিমভাবে ধান ও চালের সংকট তৈরির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার জন্য এ কাজটি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী সমকালকে জানান, অবৈধভাবে মজুত করা ধান ইতোমধ্যে জব্দ করাসহ তার তালিকা তৈরি হয়েছে। এ ঘটনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।