ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে বেদে পল্লীতে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরে বেদে পল্লীতে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩ | ১৬:১২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ | ১৬:১২

ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরতলীর মুন্সি বাজার বেদেপল্লী ও বেড়িবাদ এলাকায় বিতরণ করা হয় এসব কম্বল।

জেলা পুলিশের আয়োজনে পুনাকের সভানেত্রী নাসরিন সুলতানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম।

এ সময় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, ওসি (অপারেশন) আব্দুল গফফার, ডিবির অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করসহ পুনাকের সব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×