স্বামীর বাড়ির শয়নকক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৭
স্বজনদের ধারণা, স্বামীর সঙ্গে কলহের জেরে সিলিং ফ্যানে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
ঊর্মি একই গ্রামের ওমর আলীর মেয়ে। আট বছর আগে ওই গ্রামের লতিফ সিকদারের ছেলে সাইফুল সিকদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী মেয়ে রয়েছে।সাইফুল মালয়েশিয়া থাকেন বলে জানিয়েছে পারিবারিক সূত্র। চার মাস আগেও তিনি দেশে এসেছিলেন। পরে আবার মালয়েশিয়ায় চলে যান।
টঙ্গিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, সকালে শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পান বাড়ির লোকজন। পরে তাঁরা দরজা ভেঙে দেখেন- সিলিং ফ্যানের সঙ্গে ঊর্মির লাশ ঝুলছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
- বিষয় :
- ঝুলন্ত লাশ
- গৃহবধূ
- লাশ উদ্ধার
- ঢাকা
- মুন্সিগঞ্জ