ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ৫০ লাখ টাকা উদ্ধার

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ৫০ লাখ টাকা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১০:০২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১০:০২

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে একটি ব্যাগ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই জন ব্যক্তি টাকার ব্যাগ ফেলে পালিয়ে যান। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে থেকে বাংলাদেশে টাকা অথবা ডলার আসার খবরে রোববার রাতে মুন্সিপুর সীমান্তের ৯৩ নং মেইন পিলারের কাছে মুন্সিপুর সীমান্ত ফাঁড়ির টহলদল অবস্থান নেয়। এসময়  দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে  প্রবেশের সময়  বিজিবির তাদের সদস্যরা ধাওয়া করে। অনুপ্রেবশকারীরার বিজিবি সদস্যদের দেখে হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগ থেকে ৪৯   লাখ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার  করে।  এর মধ্যে ১ হাজার, ৫০০,২০০ ও ১০০ টাকার নোট উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, দামুড়হুদা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। টাকাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।



আরও পড়ুন

×