ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুলাদীতে কম্বল বিতরণ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৭:১৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৭:১৩
ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের মুলাদীতে অসহায় মানুষের মধ্যে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার স্থানীয় গাছুয়া বাইতুল মামুর জামে মসজিদ মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সম্পাদক কাজী মশিউর রহমান জয়ের তত্ত্বাবধানে প্রথমে এতিমসহ ১৪০ জন মাদ্রাসাছাত্রের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পরে ৪৬০টি দুঃস্থ পরিবারকেও কম্বল দেওয়া হয়।
এ সময় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন।