সড়কের পাশে মিলল যুবকের মরদেহ

সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ০৮:২২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ | ০৮:২৫
চট্টগ্রামের কর্ণফুলীতে সড়কের পাশ থেকে মোহাম্মদ কায়েস (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মইজ্জারটেক মহাসড়কের কাছে আবাসিক এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া কায়েস পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কৈয়গ্রাম এলাকার আবু তাহেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সকালে স্থানীয়রা জানান সিডিএ আবাসিক এলাকায় এক যুবকের লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের পকেটে মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। এছাড়াও মরদেহের পকেটে একটি মোবাইলও পাওয়া গেছে।
ওসি আরো বলেন ,উদ্ধার হওয়া ওই লাশের পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- খুন করে লাশটি এখানে কেউ ফেলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।