বিশ্বনাথে শিক্ষকের বাসায় ডাকাতি চেষ্টার অভিযোগ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৩:০২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৩:০২
এ সময় জানালার গ্লাস সরিয়ে তাঁরা দেখতে পান, ডাকাত দল বাসার বারান্দায় প্রবেশ করে দরজা ভাঙার চেষ্টা করছে। তখনই তিনি পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
এ খবর পেয়ে থানার ওসিসহ এক দল পুলিশ সাইরেন বাজিয়ে বাসায় পৌঁছার আগেই ডাকাত দল লাল রঙের মুখোশ ও সিগারেটের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুখোশ ও সিগারেটের প্যাকেট উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ওসি গাজি আতাউর রহমান বলেন, ডাকাতির চেষ্টা নয়, এটি চুরির ঘটনা হবে। কারণ, বাসার বারান্দায় দামি ব্র্যান্ডের কয়েকটি মোটরসাইকেল রাখা হয়। সেগুলো চুরির চেষ্টা করছিল চোরেরা।
তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
- বিষয় :
- শিক্ষক
- ডাকাতির চেষ্টা
- সিলেট
- বিশ্বনাথ