কাস্টমস দিবসের সেমিনারে বক্তারা
বিমান ও স্থলবন্দরে এক বছরে জব্দ অর্ধটনের বেশি স্বর্ণ

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক - সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৫:০৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৫:১১
দেশের বিভিন্ন বিমানবন্দর ও স্থলবন্দর এলাকা থেকে ২০২০-২১ অর্থবছরে ৫১২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার খুলনায় এক সেমিনারে এ তথ্য জানানো হয়। খুলনা-মোংলা আঞ্চলিক কাস্টমস কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
অনুষ্ঠানে বক্তারা জানান, আমদানি-রপ্তানি পণ্য দ্রুত খালাসের জন্য দেশে কাস্টমস ব্যবস্থাকে অনেকাংশেই অটোমেটেড করা হয়েছে। প্রতিদিন আমদানি ও রপ্তানির ১৭ হাজারের বেশি বিল অব এন্ট্রি কাস্টমসে দাখিল ও নিষ্পত্তি হয়ে থাকে। দেশের রাজস্ব আয়েও বড় ভূমিকা রাখছে কাস্টমস। ২০২১-২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড ৩ লাখ ১ হাজার ৬৩৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এর মধ্যে কাস্টমস বিভাগ সংগ্রহ করেছে ৮৯ হাজার ৪২৪ কোটি টাকা।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি) হোসেন আহমদ, খুলনা কর অঞ্চলের কমিশনার সিরাজুল করিম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেন এবং বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার মুহাম্মদ মাহফুজ আহমদ। কি-নোট পেপার উপস্থাপন করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার নাহিদা ফরিদী। সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা উপস্থিত ছিলেন।