ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইবিতে বিশ্ব গণিত দিবস উদযাপন

ইবিতে বিশ্ব গণিত দিবস উদযাপন

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৭:০৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব গণিত দিবস-২০২০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গণিত বিভাগের আয়োজনে শনিবার দুপুর সাড়ে ১২ টায় র‌্যালি বের করেন তারা। তাদের প্রতিপাদ্য ছিলো ‘সবখানেই রয়েছে গণিত’।

গত ২৬ নভেম্বর ইউনেস্কোর ৪০ তম সাধারণ সভায় ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

এ মসয় বিভাগের অধ্যাপক কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান, ড. নুরুল ইসলাম, ড. সজীব আলী, ড. অতীশ কুমার যোয়ার্দ্দারসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সহযোগী অধ্যাপক আনিসুর রহমান বলেন, জীবনের সর্বস্তরে সব ক্ষেত্রে গণিতের প্রয়োজনীতা অপরিহার্য। কেননা গণিতের উন্নয়নেন সাথে সাথে মানবসভ্যতারও উন্নতি হয়েছে। আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবকিছুর অন্তরালে রয়েছে গণিতের যুক্তির সঠিক প্রয়োগ।

আরও পড়ুন

×