ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাঙামাটিতে ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ

রাঙামাটিতে ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ

রাঙামাটি অফিস ও বাঘাইছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৯:০৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও অপহৃতদের স্বজনরা জানান, ভোরে আট-দশজনের একদল দুর্বৃত্ত প্রথমে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সমীরণ চাকমাকে তার জীবতলী গ্রামের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একই ইউনিয়নের নিউ লাল্ত্যাঘোনা এলাকা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণ কিশোর চাকমাকে এবং মধ্যম বাঘাইছড়ি গ্রাম থেকে মোটরসাইকেল চালক মেরিন চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন অপহৃত দের স্বজনরা। তবে এ সংগঠনের বাঘাইছড়ি উপজলা সাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে জানিয়েছেন, সংস্কারপন্থি জনসংহতি সমিতির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ অপহরণের ঘটনা ঘটেছে। তারা নিজেরাই অপহরণ করে এখন প্রতিপক্ষকে দায়ী করছে।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর আলম জানান, অপহৃত দের স্বজনরা বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছে। লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।

আরও পড়ুন

×