ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রজন্ম ৭১-এর কিশোরগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে কাঁদলেন শহীদের সন্তানরা

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে কাঁদলেন শহীদের সন্তানরা

সভায় বক্তব্য দেন ডা. নুজহাত চৌধুরী - সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:২৪ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:২৪

মুক্তিযুদ্ধকালে স্বজন হারানোর ভয়ংকর স্মৃতিচারণ করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা। একাত্তরের শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর কিশোরগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার শহরের একটি হোটেলের হলরুমে এক সভার আয়োজন করা হয়। সেখানেই স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন শহীদদের সন্তানরা।

নতুন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খানের সভাপতিত্বে ও আহ্বায়ক হারুন-আল রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রজন্ম ৭১-এর কেন্দ্রীয় সভাপতি আসিফ মুনীর, সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দীন আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী, নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আফজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ।

শহীদ মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর বলেন, 'একাত্তরের গণহত্যার স্বীকৃতির জন্য আমরা লড়াই করছি। জাতিসংঘের কাছে দাবি জানিয়েছি। তবে এ ক্ষেত্রে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। বিভিন্ন দেশের সমর্থন নিতে হবে। জাতিসংঘে পাকিস্তানের মতো বিরোধিতা করার অনেক দেশ আছে। সেটি মনে রাখতে হবে।'

কাজী সাইফুদ্দীন আব্বাস বলেন, আমার বাবা কাজী সামছুল হক যে শহীদ হয়েছিলেন- জিয়ার আমলে সে কথাটাও উচ্চারণ করতে পারিনি। তবে আমরা কখনও আপস করিনি। এখন সে পরিস্থিতি নেই। সারাদেশে বহু শহীদ পরিবারের সন্তান ছড়িয়ে আছেন। তাঁদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শহীদ বুদ্ধিজীবী ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার বাবাকে সেদিন হত্যা করে বধ্যভূমিতে ফেলে রাখা হয়েছিল। মাওলানা মান্নান আমার বাবার আত্মস্বীকৃত খুনি। অথচ তাকে জিয়াউর রহমান প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। এরশাদ মন্ত্রী বানিয়েছিলেন। এসব দৃশ্য আমাদের দেখতে হয়েছে। আজ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে; বিচার চলছে।' মুক্তিযুদ্ধের চেতনা আবার ফিরিয়ে আনার সময় এসেছে বলে তিনি জানান।

সভা শেষে প্রজন্ম ৭১-এর নতুন জেলা কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ১৪ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন হারুন-আল রশিদ এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূঞা রিপন।

আরও পড়ুন

×